ফ্রি তে বাংলাদেশের যেকোনো নাম্বারে কথা বলেন প্রতি নাম্বার থেকে ৮ মিনিট করে।

আসসালামু আলাইকুম,

সবাই আশা করি ভাল আছেন?
আছেকে আমি একটা অ্যাপ নিয়ে এসেছি যা দিয়ে বাংলাদেশের যেকোনো নাম্বারে ফ্রি তে কথা বলতে পারবেন এবং কথা শুনা যাবে HD quality তে। একটি নাম্বার থেকে ৮ মিনিট করে কথা বলা যাবে। আপনার বাড়িতে যদি ৫ টি সিম থাকে তা হলে (৫*৮) ৪০ মিনিট ফ্রি তে কথা বলতে পারবেন।
প্রথমে অ্যাপ টি ডাউনলোড করেন।
তার পর ওপেন করে এখানে ক্লিক করেন।
তার পর আপনার ফোন নাম্বার দিয়ে এখানে ক্লিক করেন।
তার পর Password আর Gmail (Gmail জাইগাই যে কোনো আলতু ফালতু একটা gmail দিলেই হবে) দিয়ে এখানে ক্লিক করেন।

তার পর আপনার ফোন নাম্বারে একটা কোড যাবে তা বসে দিন।
তার পর এখানে ক্লিক করেন।
তার পর একাউন্ট খুলার কাজ শেষ এখন যাকে call দিবেন তার নাম্বার তুলে খালি call দিন।
এর পর মিনিট শেষ হলে অ্যাপ টি Clear Data দিয়ে অন্য আর একটা নাম্বার দিয়ে একাউন্ট খুলে কথা বলেন
কোনো কিছু না বুঝলে Comment করিয়েন
  • আমাদের একটি রোমান্টিক বিষয়ক FacebookGroup
  • https://www.facebook.com/groups/1352482031806687/
  • আছে যেখানে সবাই অ্যাড হওয়ার জন্য আমন্ত্রণ করা হলো। সবাই প্লিজ অ্যাড হবেন
আমরা সবাই মিলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করি ও সাধারণ সতর্কতা অবলম্বন করি। নিয়মিত হাত ধুই (২০ সেকেন্ড ধরে), হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ও নাক ঢেকে রাখি, এবং নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন

ধন্যবাদ

No comments

Powered by Blogger.