উইন্ডোজ ১০ এর ডিফেন্ডার যেভাবে বন্ধ করবেন সারাজীবনের জন্য

                     উইন্ডোজ ১০ এর ডিফেন্ডার যেভাবে বন্ধ করবেন সারাজীবনের জন্য


আসসালামু আলাইকুম। TIPSMAMA এর পক্ষ থেকে সবাইকে টেক ওয়াল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারো আপনাদের মাঝে হাজির হলাম আমার একটা পোস্ট নিয়ে। আজ আপনাদের দেখাবো কিভাবে আপনার উইন্ডোজ ১০ এর এন্টি ভাইরাস ডিফেন্ডার সারাজীবনের জন্য বন্ধ করবেন। আশা করি সবার ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি।

Windows Defender কি?

উইন্ডোজ ডিফেন্ডার হলো এমন একটী এন্টি ভাইরাস সোফটওয়ার যা সব উইন্ডোজ ১০ এর সিস্টেমে মজুদ থাকে। কিন্তু তা দিয়ে আমাদের বিশেষ কিছুই হয়না। আর যাদের র‍্যাম কম তাদেরতো আরো ঝামেলার সৃষ্টি হয়। কারণ উক্ত সফটওয়ারটি অনেক বেশি র‍্যাম ব্যবহার করে আর কম্পিউটার কেও হ্যাং করে ফেলে। তাই উক্ত সফটওয়ারটি আমাদের ডিজেবল করে রাখাই শ্রেয়। কিন্তু এই সফটওয়ারটি আপনি সহজে অফ করতেন পারেবন না। তার জন্য আপনার কিছু বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হবে। সে পদ্ধতি গুলো নিচে দেওয়া হল।

পদ্ধতি সমূহ

প্রথমে আপনার Start মেনুতে যান। তারপর স্টেপ গুলি ফলো করুন।

Step 1

Step 2

Step 3

Step 4

Step 5

Step 6

Step 7

Step 8

তাহলে এখন রিস্টার্ট করলেই আপনার কম্পিউটার এর উইন্ডোস ডিফেন্ডার সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যাবে।
পরিশেষে
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন, পরের পোস্টে দেখা হবে। পোস্ট ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার মতামত জানান।
সময় হলে ঘুরে আসতে পারেন আমার পার্সোনাল ওয়েবসাইট

ধন্যবাদ

No comments

Powered by Blogger.