পেওনিয়ার সম্পর্কিত কিছু কমন প্রশ্ন এবং উত্তর!পেওনিয়ার সম্পর্কে কোনো সাহায্য লাগলে পোষ্ট টি আপনার জন্য!

পেওনিয়ার সম্পর্কিত কিছু কমন প্রশ্ন এবং উত্তর!পেওনিয়ার সম্পর্কে কোনো সাহায্য লাগলে পোষ্ট টি আপনার জন্য!


আমরা সবাই জানি বাংলাদেশে পেওনিয়ার (Payoneer) সাপোর্ট করে।এবং আমি আমার গত দুই পোষ্টে দেখিয়েছিলাম, কিভাবে বাংলাদেশ থেকে ফুল ভ্যারিফাইড পেওনিয়ার একাউন্ট খুলবেন।(যারা একাউন্ট খুলেননি তারা নিচের লিংক থেকে একাউন্ট খুলে নিন)

আমার আগের দুই প্রশ্নে পেওনিয়ার সম্বন্ধে অনেক প্রশ্ন করেছেন,সেই সব প্রশ্নর উত্তর দিতে চেষ্টা করব।
১.বাংলাদেশে কী লিগাল ভাবে পেওনিয়ার সাপোর্ট করে?
উঃহ্যাঁ।
২-পেওনিয়ার এ এক্সট্রা ব্যাংক একাউন্ট এড করব কিভাবে?
উঃপ্রথমে একাউন্ট সেটিং অপশন এ গিয়ে, Add Bank একাউন্টে ক্লিক করে ব্যাংকের ডিটেইলস দিয়ে একাউন্ট কনফার্ম করে নিন।
৩.পেওনিয়ার টু পেওনিয়ার কি ডলার ট্রান্সফার করা যায়?
উঃহ্যাঁ যায়।
৪.পেওনিয়ার এ টাকা যোগ করব কিভাবে?
উঃপেওনিয়ার এ টাকা যোগ করার জন্য,প্রথমে Add Money তে ক্লিক করে টাকার পরিমাণ দিয়ে লোকাল ব্যাংক (রকেট) থেকে টাকা ট্রান্সফার করা যায়।
৫.পেওনিয়ার এ কি রকেট একাউন্ট ব্যাংক একাউন্ট হিসেবে এড করা যায়?
উঃহ্যাঁ যায়। তবে, একাউন্ট এড করার সময় ব্রাঞ্চ নেইম আপনার জেলার নাম দিবেন।Like,
Account Name: Sami al hasan
Rocket Account Number: 017729838885(12 digit rocket number)
BRANCH Name: Dhaka
Question About Payoneer Prepaid MasterCard™
১.বাংলাদেশে কি পেওনিয়ার MasterCard নেওয়া যায়?
উঃজ্বী।
২.কিভাবে নিব?
উঃপেওনিয়ার MasterCard নেওয়ার জন্য আপনাকে অবস্যই একজন ফ্রিল্যান্সার হওয়া লাগবে।যেকোনো মার্কেটপ্লেস যেমনঃ- Freelancer, UpWork,Guru ইত্যাদি থেকে ১০০+$ ডলারের একটি পেমেন্ট রিসিভ করা লাগবে।
(বিঃদ্রঃ মার্কেটপ্লেস থেকে ডলার লোড করে আনা অফিসিয়াল পেওনিয়ার MasterCard এর জন্য যোগাযোগ করতে পাড়েন।যোগাযোগ এর ঠিকানা পোষ্টের নিচে।)
২-পেওনিয়ার MasterCard এর চার্জ কত?
উঃযেই কার্ড গুলো popsads এর মাধ্যমে আনা হয় সেগুলোর মাসিক ফি ৩ ডলার,এবং প্রত্যেক বছরে দিতে হবে ২৯.৯৫$।আর অফিসিয়াল পেওনিয়ার MasterCard এর সেরকম কোনো চার্জ নেই তবে এনুয়্যালি ফি দিতে হবে।
আশা পেওনিয়ার সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না<3 আর যদি থাকেও কমেন্ট করুন,রিপ্লাই এর মাধ্যমে সমাধান করা হবে।
ভ্যারিফাইড পেপ্যাল একাউন্ট বা রেডিমেড এক্টিভ অফিসিয়াল পেওনিয়ার/স্ক্রিল/নেটেলার মাষ্টার কার্ড এর জন্য যোগাযোগ করুন।+8801772983888 (Imo,WhatsApp,Call 24/7)

No comments

Powered by Blogger.