আসছে অ্যান্ড্রয়েড চালিত প্রফেশনাল মিররলেস ক্যামেরা

             আসছে অ্যান্ড্রয়েড চালিত প্রফেশনাল মিররলেস ক্যামেরা


মিররলেস বা দর্পণবিহীন প্রফেশনাল ক্যামেরা উদ্ভাবনের দাবি করেছে চীনা ফটোগ্রাফি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইয়ঙ্গনু। ক্যামেরাটি চলবে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে।
ইয়ঙ্গনু উদ্ভাবিত YN450 কোড নেমের নতুন এই ক্যামেরাটির ফিচার লিস্ট প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুকে প্রকাশ করা হয়েছে। এতে লেখা রয়েছে ক্যামেরাটি চলবে অ্যান্ড্রয়েড 7.1 নগেট অপারেটিং সিস্টেমে। বিশ্বখ্যাত ক্যানন এর ইএফ লেন্স এর পাশপাশি দ্রুত সংযোগের জন্য এতে যুক্ত করা হয়েছে 4G কানেক্টিভিটি।

ক্যামেরা ফিচার:

YN450 ক্যামেরায় রয়েছে 5 ইঞ্চি 1080p মাল্টি টাচ রিয়ার ডিসপ্লে। বিল্ট ইন 3জিবি মেমরি সাথে থাকছে 32 গিগাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুযোগ। তবে ইয়ঙ্গনু’র দাবি এতেও যদি কম হয়ে যাও আরও 32 জিবি মেমরি বাড়ানোর সুযোগ থাকছে ক্যামেরাটিতে। তবে আলাদা কোন মাইক্রোএসডি কার্ড সংযুক্ত করা যাবে কি না, সেটি জানানো হয়নি।
ক্যামেরাটি দিয়ে প্রতি সেকেণ্ডে 30 ফ্রেম (30fps) 4K মানের ভিডিও ফুটেজ রেকর্ড করা যাবে। এর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক স্টেরিও মাইক সাপোর্ট করবে। এছাড়াও ক্যামেরাটিতে রয়েছে বিল্ট ইন জিপিএস এবং ডুয়াল এলইডি ফ্ল্যাশ। ক্যামেরাটিতে RAW ইমেজও সাপোর্ট করবে। এর ব্যাটারি ক্ষমতা 4000 mAh।

ক্যাননের সাথে সমন্বয়:

অ্যান্ড্রয়েট ওএস চালিত ক্যামেরাটিতে ব্যবহৃত হয়েছে ক্যানন ইএফ লেন্স-বিষয়টি আগ্রহদ্দীপক। কারণ ক্যাননের এই লেন্স ব্যবহৃত হয় সিঙ্গেল লেন্স রিফ্লেক্টর ক্যামেরায় (SLR)জন্য। আর ইয়ঙ্গনু’র দাবি, ক্যামেরাটি সম্পূর্ণ অ্যান্ড্রয়েড চালিত এবং এতে কোন দর্পণ নেই। এখন প্রশ্ন হলো YN450 ক্যামেরায় ক্যাননের এই লেন্স কীভাবে কাজ করে?
ক্যানন ইএফ লেন্স SLR এর জন্য তৈরি হয় যাতে ধাতব চক্রের দুরত্ব থাকে 44 মিমি। লেন্স থেকে ক্যামেরা বডির এই অল্প ব্যবধানের মধ্যে বসানো থাকে ধাতব রিং। এর মধ্যেই ছবির প্রতিবিম্ব তৈরি হয়।
ধাতব রিংয়ের ফোকাল ব্যবধান লেন্সের দুরত্ব নির্দেশ করে যা অ্যডাপ্টরে ধরা দেয়।
লেন্সের ক্ষমতা বোঝাপনোর জন্য এর ফোকাস অসীমে রাখতে হয়। ফলে ক্যামেরা বডি থেকে ধাতব রিংয়ের দূরত্ব গভীর হবার প্রয়োজন হয়।
যেহেতু ইয়ঙ্গনু তাদের উদ্ভাবিত YN450 ক্যামেরাটিকে তিন চতুর্থাংশ মাইক্রো ক্যামেরা হিসেবে দাবি করেছে তাতে ধাতব রিংয়ের দূরত্ব 19.25মিমি এর বেশি হবার কথা নয়। সেক্ষেত্রে ক্যাননের ইএফ লেন্সের উপযোগী হিসেবে ক্যামেরা বডিকে মোটামুটি বড় হিসেবেই তৈরি করতে হবে।

তবে…

ক্যামেরাটিতে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড 7.1 নগেট ওএস যেটি ২০১৬ সালে বাজারে এসেছে। বর্তমানে স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 9 পাই চলছে। সেই তুলনায় ক্যামেরার অপারেটিং সিস্টেমকে সেকেলেই বলা চলে। তবে সময়ের সাথে ক্যামেরার অপারেটিং সিস্টেমও আপডেট হবে বলেই আশা করা হচ্ছে।
স্মার্ট ক্যামেরা সম্পর্কিত এর বেশি কোন তথ্য জানায়নি ইয়ঙ্গনু। তবে ক্যামেরার নামকরণের জন্য এর ফেসবুক পেইজে আগ্রহীদের মন্তব্য জানতে চেয়েছে প্রতিষ্ঠানটি। আগামী জানুয়ারিতে এর নামকরণ চূড়ান্ত হতে পারে। তখন হয়ত এর দাম এবং প্রাপ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য মিলবে।

No comments

Powered by Blogger.