আবারো Skype এ্যাপসে ফ্রিতে ৪০০ মিনিট নিয়ে নিন, যারা নিতে চান তারা দেখুন
আসসালামু আলাইকুম,আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা কেননা,এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক কিছু ও জানতে ও শিখতে পারি।তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আবারো স্কাইপ এ্যাপস থেকে ৪০০ মিনিট ফ্রিতে নিবেন।সকলে জানেন পেপাল এড করে ৪০০ মিনিট নেওয়া যাচ্ছেনা, তাই অনেকদিন ধরে ৪০০ মিনিট ফ্রিতে নেওয়া বন্ধ হয়ে আছে।আজকে আপনাদের নতুন পদ্ধতিতে ৪০০ মিনিট ফ্রিতে নিয়ে দেখাবো।এর আগে এক ভাই এটা নিয়ে পোষ্ট করেছিল অনেকে বুঝতে পারেননি তাই বোঝানোর জন্য আবারো পোষ্ট করছি।পোষ্টটি শুরু করার আগে সবাইকে বলবো অপ্রয়োজনে অতিরিক্ত মিনিট নিবেননা, আর আমরা বাঙালি অভি লোভী হওয়ার কারণে ফ্রি অফারগুলো সবার আগে উঠে যায়। আশাকরি কি বুঝাতে চাচ্ছি বুঝতে পেরেছেন। তো বেশি কথা না বলে কাজের কথায় আসি এবার ফাঁকা বক্সে ৫৩৮৭৬৬ লিখে Generate cards এ ক্লিক করুন
দেখুন অনেকগুলো কার্ডের নাম্বার,মাস,বছর ও কোড চলে এসেছে, যেকোনো একটা কার্ডের তথ্য,কপি করে রাখুন।
এবার প্লে-স্টোর থেকে নতুন করে Skype এ্যাপসটি ইনস্টল করে নতুনভাবে একটা একাউন্ট করেনিন। নিচের স্কিনশর্টগুলো ফলো করুন।
আশাকরি বুঝতে পেরেছেন।না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন।আপনাদের কাছ থেকে আমরা ভালো ভালো কমেন্ট আশাকরি।তারপরও বেশি সমস্যা হলে ফেসবুকে যোগাযোগ করবেন।আপনাদের একটা খারাপ কমেন্টের কারণে পোষ্টদাতা পোষ্ট করার আগ্রহ হারিয়ে ফেলে, তাই খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।মানুষ মাত্রই ভুল, তাই পোষ্টে ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখে ভুল ধরিয়ে দিবেন সংশোধনের চেষ্টা করবো।
No comments