
নিজের ছবিতে স্প্ল্যাশ ইফেক্ট দিন । অসাধারণ এডিটিং করুন এবং যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান অথচ কম্পিউটার কিনার সামর্থ্য নেই,তারাও এই পোস্টটি দেখুন



আজকে আমি এই দুটি বিষয় নিয়ে আলোচনা করবো।
প্রথমে আমি দেখাবো
কিভাবে নিজের ছবিতে স্প্ল্যাশ ইফেক্ট দিবেন….(
দ্বিতীয় বিষয়টি নিচে আলোচনা করা হলো)

তো চলুন শুরু করা যাক_______________________
১/প্রথমে এই পিকসার্ট এপ্লিকেশনটি ডাউনলোড করুন।২/তারপর নিচে দেওয়া আমার screenshot গুলো ফলো করুন।





Now Save It

আজকে এই পোস্ট এই পর্যন্তই।সম্পূর্ণ পোস্ট অনেক বড় হয়ে যাবে (সম্পূর্ণ পোষ্টটিতে ১১-১২ টা পর্যন্ত স্ক্রীনশট আপলোড করতে হবে) এজন্য আমি আরেকটি পোস্ট করবো।

আশা করি আপনি আমার ২য় পোস্টের জন্য অপেক্ষা করবেন।


আমাদের দেশের প্রায় মানুষের ল্যাপটপ কিংবা কম্পিউটার কিনার সামর্থ্য নেই।যেমন : আমি।

কিন্তু আপনি কি জানেন?মোবাইলের কিছু অ্যাপসের(PicsArt,PixelLab,Adobe lightroom,Adobe Photo Stark etc) সাহায্যে অনেক সুন্দর গ্রাফিকস ডিজাইন করা যায়।
আমি এখনও শিখছি এবং শিখাচ্ছি……

আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি যেখানে অ্যান্ড্রয়েড টিপস এন্ড গ্রাফিক্স ডিজাইন এর টিউটোরিয়াল আপলোড করেছি বা করছি……

আপনারা যদি আমাকে সাপোর্ট করেন,তাহলে আমি বলছি,আপনাদের মাঝে আমি শুধু গ্রাফিক্স ডিজাইন নিয়ে ভিডিও আপলোড দিবো।
অনেক সুন্দর লোগো,ভিডিও ইন্ট্রো এসব নিয়ে ভিডিও আপলোড দিবো বা এখনও দিচ্ছি।কিন্তু আমার চ্যানেল এ তেমন কিছু সাবস্ক্রাইবার নেই।
আপনারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে।আমার পাশে থাকেন তাহলে আমি কথা দিচ্ছি,আপনাদের ভালো কিছু শেখানোর চেষ্টা করবো।
এতে আপনি ফ্রিল্যান্সিং এ সাধারণ কিছু কাজও(Logo Design,Video Intro etc) করতে পারবেন শুধু মাত্র আপনার মোবাইল দিয়ে।
আপনারা চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে, আমাকে সাপোর্ট করতে পারেন
এতে আমি অনেক খুশি হবো।
ছোট বেলা থেকে ইচ্ছে ছিল,লোকেদের সাহায্য করবো।আপনারা চাইলে আমার সেই ইচ্ছে পূরণ করতে পারেন।
ধন্যবাদ সকল বন্ধু
No comments