প্লে স্টোর থেকে ইনস্টল করা এ্যাপ ১ক্লিকেই মেমোরিকার্ডে নিন মাত্র ৬০০ কেবির এ্যাপ দিয়ে

      প্লে স্টোর থেকে ইনস্টল করা এ্যাপ ১ক্লিকেই মেমোরিকার্ডে নিন মাত্র ৬০০ কেবির এ্যাপ দিয়ে 


আসসালামু আলাইকুম।
আজ ধারুন একটা এ্যাপের রিভিউ লিখতে বসেছি, আশাকরি  এ্যাপটি সকলের কাছে ভালো লাগবে।
আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা তো সকলেই প্লেস্টোরের সাথে পরিচিত তাইনা।
সবাই ই আমরা প্লেস্টোর থেকে এ্যাপ ডাউনলোড করে ব্যবহার করি।
কিন্তু সমস্যা হলো এ্যাপগুলো এসডিকার্ডে ডাউনলোড হয়না শুধুমাত্র ইনস্টল করা অবস্থায় থাকে, এই এ্যাপগুলো আনইন্সটল করে দিলে আর থাকেনা তাই প্রয়োজন হলে আবার মেগাবাইট খরচ করে ডাউনলোড করতে হয়, 
এতো সবাই ই জানেন।
আবার অনেকে একফোন থেকে অন্য ফোনে  শেয়ারইট দিয়ে সেন্ড করে তারপর মেমোরিকার্ডে এ্যাপগুলো সংগ্রহ করেন।
আর এতো ঝামেলার প্রয়োজন নেই, এই পোস্টে যে এ্যাপটি নিয়ে এসেছি এটি দিয়ে খুব সহজেই মেমোরিকার্ডে  এ্যাপগুলো নিতে পারবেন।
এ্যাপটির নামঃ My Apks
এ্যাপটির সাইজঃ600 KB 
এ্যাপটি নিচ থেকে ডাউনলোড করে নিন 
(১) এরপরে ওপেন করুন, তারপরে এরকম দেখতে পাবেন চিত্রে দেখানো জায়গায় ক্লিক করুন

 (২) আমি এনরাইটার এ্যাপটি মেমোরিকার্ডে নিবো তাই এটিতে ক্লিক করলাম। 

(৩) এরপর ব্যাকআপে ক্লিক করার সাথে সাথেই সাকসেস লেখা আসবে। 

 (৪) এবার মাইএপিকে ফোল্ডাররের মধ্যে এপিকে ফোল্ডারের মধ্যে দেখতে পাবেন। 

 (৫) দেখুন 
এ্যাপটি ডাউনলোড করতে  এখানে ক্লিক করুন
 থাকুন, ধন্যবাদ। 

No comments

Powered by Blogger.