আসসালামু আলাইকুম,আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা কেননা,এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক কিছু ও জানতে ও শিখতে পারি।তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা রবি সিমে ২ টাকা ৪৪ পয়সায় ১০০ এমবি নিবেন।এই অফারটা সকল রবি সিমের গ্রাহকরা নিতে পারবেন।তবে এমবিটা সবসময় চালাতে পারবেন না, এমবিটা শুধুমাত্র সকাল ৯ টা থেকে ১১ টার মধ্যে চালাতে পারবেন।আর মজার বিষয় হচ্ছে অফারটি যতখুশি ততবার নিতে পারবেন।আশাকরি কি বুঝাতে চাচ্ছি বুঝতে পেরেছেন।তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক কিভাবে অফারটি নিবেন।প্রথমে আপনার মোবাইলের ডায়াল পেডে যান এবং নিচের স্কিনশর্ট ফলো করুন।
আমার সিমে টাকা না থাকায় এমবিটা নিতে পারিনি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত।শুধুমাত্র আপনাদের অফারটি সম্পর্কে জানানোর জন্য পোষ্ট করেছি। তো আপনারা উপভোগ করুন অফারটি। আশাকরি বুঝতে পেরেছেন।না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন।আপনাদের কাছ থেকে আমরা ভালো ভালো কমেন্ট আশাকরি।আপনাদের একটা খারাপ কমেন্টের কারণে পোষ্টদাতা পোষ্ট করার আগ্রহ হারিয়ে ফেলে, তাই খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।মানুষ মাত্রই ভুল, তাই পোষ্টে ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখে ভুল ধরিয়ে দিবেন সংশোধনের চেষ্টা করবো।
আমাদের সাইটে একটা পোষ্ট করলে ৫-১০ টাকা দেওয়া হয়,সাথে ২ টি কপিমুক্ত পোষ্ট করেই ট্রেইনার হওয়ার সুযোগ, সাইট লিংক https://24tipsmama.blogspot.com/ আর যেকোনো প্রয়োজনে ফেসবুক আমি আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন। {{{খোদাহাফেজ}}}
No comments