বিশ্ববাজারে বাংলাদেশি পণ্য বিক্রি করতে আগ্রহী আমাজন

                         বিশ্ববাজারে বাংলাদেশি পণ্য বিক্রি করতে আগ্রহী আমাজন 


আমেরিকার ই-কমার্স জায়ান্ট আমাজন বিশ্ব বাজারে বাংলাদেশী পণ্য বিক্রি করত আগ্রহী!
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পালাক রাজধানীর আগারগাঁও এলাকায় আইসিটি টাওয়ারে আমাজন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সংবাদদাতাদের কাছে এ কথা জানান।
“অ্যামাজন তাদের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বব্যাপী বাংলাদেশী পণ্য বিক্রি করতে চায়। আমরা এখন এই বিষয়ে নীতি ও কৌশল নিয়ে চিন্তা করছি, “বলেছেন প্রতিমন্ত্রী।
তিনি আরো বলেন, “তারা বাংলাদেশে তাদের ব্যবসা শুরু করবে কিনা, এটি তাদের ইচ্ছার উপর এবং আমাদের নিয়মাবলীর উপর সম্পূর্ণ নির্ভর করে”।
বৈঠকে বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দেন মন্ত্রী জুনাইদ আহমেদ। আমাজন আন্তর্জাতিক সম্প্রসারণ উইংয়ের বিভাগের পরিচালক গগন দীপ সাগর তার পক্ষে প্রতিনিধিত্ব করেন।
এ বিষয়টি যানা যায় সরকারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সূত্র থেকে, যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু, তারা এই বিষয়ে মন্তব্য করতে বর্তমানে অস্বীকার করেছেন।

No comments

Powered by Blogger.