হ্যালো ট্রিকবিডি বাসি, আশাকরি সবাই ভালই আছেন

আজকে আমি কি নিয়ে পোষ্ট করব তা নিশ্চই টাইটেল দেখেই বুঝে গেছেন।
হ্যাঁ,আজকে আমরা ফেসবুক এর বিকল্প ব্যবস্থা aimbook.net এর আলোচনা করব এবং কিভাবে একটা একাউন্ট খুলবো।
৹ aimbook কি?

শহজ ভাষায় বলতে গেলে facebook এর মতো একটা সোসাল মিডিয়া।যেখানে আমারা ফেসবুকের মতো করেই ব্যবহার করতে পারব।তবে এটা আমাদের দেশের নিজস্ব তৈরি। এই বছরেই কিছুদিন আগেই থেকে এর যাত্রা শুরু হয়।
❑ লোগো ❑


আমরা সবাই ফেসবুকে অনেক সময় ব্যয় করে থাকি, তবে তাতে কোন লাভ নাই বললেই চলে।তবে এতে রয়েছে কিছু আর্ন করারও ব্যবস্থা।

ব্যক্তিগত ভাবে বলতে গেলে, আমি মনে করি যে aimbook সকলের ব্যবহার করা উচিত। কারণ এটা আমাদের নিজের দেশের তৈরি।আমাদের সকলের উচিৎ দেশিও তৈরি সোসাল মিডিয়াকে, বিশ্বে একাটা ভাল অবস্থান তৈরি করা ।

যাই হোক এবার কাজে আশা যাক


aimbook এ একাউন্ট খোলা খুবই শহজ একটা কাজ।

এর জন্য আপনার একটা জিমেল আইডি থাকলেই হবে।


প্রথমে নিচের লিংকে প্রবেশ করুন

ভাল লাগলে আমার রেফার এ জয়েন করতে পারেন।
❑ আমার রেফারে জয়েন করলে তেমন কোন লাভ হবে না, কারন আমি তখনই রেফার কারির ৩০% কমিশন পাব, যখন সে কোন একটা প্রো প্যাক এক্টিভ করবে।

ইনকাম কিভাবে হবে সেটা আমি একটু পরেই বলতেছি।


একটা Username দিবেন।

E-mail address দিন।

Password

Confirm Password একই।

Contract Number দিন

আপনার Gender সিলেক্ট করুন।

মার্ক করা যায়গায় টিক দিয়ে Let’s Go তে ক্লিক করুন।

এবার লগ ইন করার পালা। আপনার ছবি দিতে বলবে।সব কিছু দিয়ে লগ ইন করে নিবেন অথবা পরেও সব তথ্য দিতে পারবেন।আমি আগেই করেছি তাই দেখাতে পারলাম না। তবে তেমন কোন কঠিন কাজও কিন্তু না।

এবার SS দেখে নিন।


৩ ডট মেনুতি ক্লিক করে আপনার প্রোফাইলে যেতে পারবেন।


বাকি যেগুলো আছে আশাকরি আর বলতে হবে না।

এরপর আপনার প্রোফাইলে যেতে S S দেখানো যায়গায় ক্লিক করুন।( আপনার একাউন্ট আপনার নাম থাকবে। যে নামে করবেন)


এরকম একটা পেজ আসবে।


এখানে আপনার প্রোফাইল পাবেন।
স্টাটাস,ছবি,ভিডও আপলোড সহ সব ব্যবস্থা এখানে আছে যা হুবহু ফেসবুকের মত করেই করতে হয়।

Edit অপশনে গেলে আপনার সেটিংস পেয়ে যাবেন।


যেখান থেকে আপনার সকল তথ্য ঠিক ঠাক করে নিতে পারবেন যেভাবে মন চায়। একবার ব্যবহার করলেই খুব শহজেই বুঝতে পারবেন। আমি নিজেই একবারেই বুঝে গেছি।


এর পর কি কি থাকছে নিছের SS এ দেখে নিন।


একটু নিছে গেলেই পাবেন আর্ন করার অপশন গুলো।


My Affiliates এ গেলে পাবেন আপনার রেফার লিংক।


My Points এ গেলে আপনার কত পয়েন্টস তা দেখতে পাবেন এবং কত পয়েন্টস এ কত টাকা সেটা দেখতে পাবেন।


My Earning এ গেলে, আপনি কত আর্ন করেছেন সেটা দেখতে পাবেন। সাথে মিনিমাম কত উইড্র সেটাও দেখতে পাবেন এবং কিসের মাধ্যমে পে-আউট করতে হবে সেটাও।


এখানে ৪ ভাবে পয়েন্ট ইনকাম করা যাবে

→ যেকোন কারো পোষ্টে কমেন্ট করলে ২ পয়েন্ট।
→ নতুন একটা পোষ্ট তৈরি করলে ৫ পয়েন্ট।
→১ পয়েন্ট পাবেন যেকোন পোষ্টে যেকোন রিয়াক্ট দিলে।
→ আপনি তখনি রেফার কারির ইনকামের ৩০% ভাগ পাবেন। যখন আপনার করা রেফার একটি প্রো প্যাকেজ এক্টিভ করবে।

একটা কথা, এটা বাংলাদেশে নতুন। তাই টেকনিক্যাল কিছু সমস্যার কারনে প্লে-স্টোরে অফিসিয়াল এপ্সটা ডাউনলোড করা যাচ্ছে না শুধু মাত্র ওয়েব ভার্সন ব্যবহার করা যাবে ।

কিছু দিনের মধ্যেই এর সমাধান করবে বলে তাদের পেজে এ জানিয়েছে।

আর এই পোষ্টটা আমি অনেক দিন আগে লিখেছিলাম পরে তাদের ওয়েব ভার্সন আপডেটের কারনে ব্রাউজিং বন্ধ ছিল তাই আর পোষ্টটি করতে পারি নি।
আমি আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম।

এটা পুরো পুরি আর্নিং পোষ্ট না তাই খারাপ মন্তব্য করার আগে একবার ভাববেন। তার পরেও আমি আন্ত্ররিক ভাবে দুঃখিত এর প্রেমেন্ট প্রুফ না দিতে পারার কারনে

,

তবে আমার বিশ্বাস তারা প্রেমেন্ট নিয়ে কোন হেয়ালি করবে না।


পোষ্টটি অনেক বড় হয়ে গেছে তাই আর বেশি বড় করার ইচ্ছা নাই। আশা করি সব ব্যাপার ক্লিয়ার হয়েছে।
❝তার পরেও।যদি কোন কিছু জানার থাকে কমেন্ট এ জানাবেন। ❞পোষ্টটি কেমন লাগলো আপনার, ফিডব্যাক জানাতে ভূলবেন না।
https://aimbook.net/TipsMama
মানুষ মাত্রই ভূল। তাই কোন প্রকার ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ক্ষমাও কিন্তু একটি বড় মহৎ গুন।

No comments