আপনি কি হ্যাকার হতে চান, প্রথমেই মাইন্ড হ্যাকার বইটি পড়ুন।


আসসালামু আলাইকুম।
আশাকরি সবাই ভালো আছেন।
প্রথমেই বলে নেই, যারা মাইন্ড হ্যাকার বইটি পড়েছেন তারা দয়া করে ট্যাব টি ক্লোজ করে অন্য পোস্ট দেখুন।
এই পোস্ট টি শুধু মাত্র যারা নতুন তাদের জন্যই লেখা, যাতে করে নতুনরা পড়ে শিখতে পারে।
মাইন্ড হ্যাকার বইটির লেখকঃ নিশান আহমেদ নিয়ন।
বইটিতে পৃষ্ঠা সংখ্যাঃ ৫১ (একান্ন টি) ।
বইটিতেঃ ২২ টি অধ্যায় রয়েছে।
বইটি একদম ফ্রি!!!
বইটি পিডিএফ কপি।
যারা হ্যাকার হতে চান, তাদেরকে কেন পড়তে বলেছি জানেন??
হ্যাকার হওয়ার মূল মন্ত্র কি জানেন! মূল মন্ত্র হলোঃ আপনার ব্রেইন সেনসিটিভ হতে হবে।
আপনার মধ্যে এমন কিছু পাওয়ার থাকতে হবে, যাতে করে খুব সহজেই যে কারো মনের কথা বের করে নিয়ে আসতে হবে।
আপনি যদি আপনার শক্রুর ফেসবুক আইডি হ্যাক করতে চান, তাহলে নিশ্চয়ই রুটফোর্স এ্যাটাক পদ্ধতিটাকে বেছে নিবেন তাইতো।
এবার তার সম্মন্ধে সব কিছু জানতে হবে, তার গালফ্রেন্ডের নাম।
তার ফোন নাম্বার গুলো, তার গালফ্রেন্ডদের মধ্যে সবচেয়ে কাকে বেশি ভালোবাসে, তার সব মনের কথা জানতে হবে।
এরপর এই গালফ্রেন্ড, ফোন নাম্বার, ইউনিক চিন্তা ভাবনা মিলিয়ে ২০– ৫০টি পাসওয়ার্ড তৈরী করে এ্যাটাক দিন, কিছুক্ষণের মধ্যই পাসওয়ার্ড পেয়ে যাবেন।
এ সকল কাজকর্ম কিন্তু মাইন্ড হ্যাকের ফলেই করা সম্ভব।
হ্যাকার হতে হলে নিজের ব্রেইনকে আগে ট্রেইন করুন।
মাইন্ড হ্যাকার বইয়ের সূচিপত্রের স্কিনসট দিলাম।
(১)
(২)

(৩)

বইটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
যদি পোস্টটি বিরুদ্ধে কোন অভিযোগ থাকে, তাহলে এডমিন মহাদয়কে রিপোর্ট বাটনে ক্লিক করে বিস্তারিত লিখে রিপোর্ট করুন। আর তা না করে যদি বাজে মন্তাব্য করেন, তাহলে আমি আপনার বিরুদ্ধে অভিযোগ জানাতে দ্বিধা করাবো না।

No comments

Powered by Blogger.