আসুন আমরা নিজেই একটা মোবাইল ব্রাউজার এপস বানিয়ে ফেলি (ফুল স্ক্রিনশট)
আসুন আমরা নিজেই একটা মোবাইল ব্রাউজার এপস বানিয়ে ফেলি (ফুল স্ক্রিনশট)
হেলো বন্ধুরা কেমন আছেন সবাই? সবাইকে জানাই রমজানের অনেক শুভেচ্ছা। আশা করি ভালোই আছেন।আজ আমি সিম্পল একটা ব্যাসিক ব্রাউজার শেখাবো আপনাদের যেখানে বেশি কিছু থাকবেনা ব্যাস হালকা ভাবে ব্রাউজিং করতে পারবেন।
আমার আজকের পোস্ট টা করার কারন হচ্ছে আমি গত পোস্ট একটি aia ফাইল নিয়ে করেছিলাম কিন্তু অনেকেই বলেছেন aia এর শুদ্ধ ব্যবহার সম্পর্ক এ পোস্ট করতে তাই আমার আজকের এই পোস্ট কারন যদি নিজেই আস্তে আস্তে এপস বানানো শুরু করেন তাহলে aia এর সব ব্যবহার ও ডিজাইন বুঝে যাবেন।
আমার আগের পোস্ট টি যারা দেখেন নি তারা এইখান থেকে দেখে আসতে পারেন আগের পোস্ট টা দেখুন
তো অনেক কথা বললাম এখন ডিরেক্ট আসল কাজ এ চলে যাই
প্রথমে আপনি আপনার পিসি থেকে যেকোনো ব্রাউজার ওপেন করে Thunkable,Appybuilder,kodurar বা droidmaker এ চলে যান।আপনি যেখানেই যান সব প্রসেস একই হবে।
আমি Thunkable ওপেন করলাম আপনারা ও Thunkable ওপেন করতে পারেন।
Thunkable ওপেন করলে নিচের মত পেজ পাবেন সেখান থেকে create new app ক্লিক করুন আমার মত

Thunkable ওপেন করলে নিচের মত পেজ পাবেন সেখান থেকে create new app ক্লিক করুন আমার মত

এখন এইখান থেকে vertical arrangement নামের লেয়াউট টা ধরে এনে স্ক্রিন এর উপর ছেরে দিন তাহলে নিচের মত পাবেন


তাহলে নিচে কিছু জায়গা ফাকা আসে। এখানে আমরা নিউজ শো করাবো তাই আবার লেয়াউট এ ক্লিক করুন এবং একটি horizontal arrangement নিয়ে নিন নিচে দেখুন এরকম আসবে


এখন ওপরে বাম সাইড এ user interface এ ক্লিক করুন

এখান থেকে মোট দুইটা web viewer নিন একটা স্ক্রিন এর ওপর এ ছারুন এবং আর একটা স্ক্রিন এর নিচে ছারুন তাহলে নিচের মত দেখতে পাবেন




এবার web viewer 2 মানে উপরের টাতে ক্লিক করুন তাহলে ডান সাইডে Home url বলে একটা অপশন পাবেন এখানে আপনি সেই url দেন যা আপনার এপস টা ওপেন করলেই শো হয়। এখানে আপনি আপনার ওয়েবসাইট বা নিজের ইউটিউব চ্যানেল এর ও লিন্ক দিতে পারেন। আমি আমার ইচ্ছামত দিলাম। নিচে দেখুন



তাহলে আপনার এপস এ এখন ঢুকলে উপর সাইডের বড় অংশে আপনি যে লিন্ক দিয়েছেন তা শো করবে এবং নিচের অংশে নিউজ শো করবে।
এটা প্রসেসিং শেষ হলেই এই এপস এর apk ফাইল টা ডাইনলোড শুরু হয়ে যাবে। তারপর আপনি আপনার ফোন এ ট্রাই করে দেখতে পারেন।
তো বন্ধুরা আজ এ পর্যন্ত। আশাকরছি আজকের পোস্ট টা আপনাদের ভালো লেগেছে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে দিয়েন
No comments