২০১৯ এর এসএসসি ও সমমান পরীক্ষার বোর্ড চ্যালঞ্জ এর নীতিমালা এবং একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা ও সময় সূচি জেনে নিন (A 2 Z)

২০১৯ এর এসএসসি ও সমমান পরীক্ষার বোর্ড চ্যালঞ্জ এর নীতিমালা এবং একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা ও সময় সূচি জেনে নিন (A 2 Z)


আপনারা সবাই জানেন যে পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরই শিক্ষা বোর্ডগুলো যাদের ফলাফল আশানুরুপ না হওয়াতে মনের মধ্যে অনিশ্চয়তা থাকে তাদের অনিশ্চয়তা দূর করতে খাতা পুনঃনিরীক্ষণ এর সুযোগ দিয়ে থাকে অনেকের ধারণা বোর্ড কর্তৃপক্ষ খাতা পুনঃনিরীক্ষণ করে। কিন্তু আসলে এই প্রক্রিয়ায় বোর্ড থেকে যা করা হয় তা হলো, নম্বর গণনা কিংবা কোথাও নম্বর প্রদানে ভুল ভ্রান্তি হয়েছে কিনা সেসব বিষয় মিলিয়ে দেখা হয়।
ফলাফল পুনঃনিরীক্ষণ করতে বোর্ড এ যাওয়ার কোন প্রয়োজন নেই। চাইলে ঘরে বসে মোবাইল থেকেই ফলাফল পুনঃনিরীক্ষণ এর জন্যে আবেদন করতে পারবেন।
তার জন্যে যা যা লাগবে
১) টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ফোন। (শুধুমাত্র টেলিটক আপারেটর থেকেই ফলাফল পূনঃনিরীক্ষণ সম্ভব)
২) মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যাল্যান্স (প্রতিটি বিষয়ের আবেদনের জন্যে মোবাইল থেকে আবেদন ফি বাবদ ১২৫ টাকা করে কেটে নেওয়া হবে। যে সকল বিষয়ের ২ টি পত্র রয়েছে যেমনঃ বাংলা ও ইংরেজি সে সকল বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় কোডের বিপরিতে ২ টি পত্রের আবেদন বলে গণ্য হবে। যেমনঃ বাংলা উভয় পত্রের বিষয় কোড ধরা হবে ১০১ এবং ইংরেজি উভয় পত্রের বিষয় কোড ধরা হবে ১০৭। তাই এ ক্ষেত্রে খরচ হবে ২৫০ টাকা )
৩) আপনার সাথে যোগাযোগ এর একটি ব্যাক্তিগত নম্বর (বাংলাদেশের যে কোন অপারেটর এর নম্বর দিতে পারবেন)
এসএমএস করবেন যেভাবে
মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন
RSC স্পেস আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর স্পেস রোল নম্বর স্পেস বিষয় কোড
উদাহরণঃ RSC Dha 641322 101
এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।
উল্লেখ্য আপনি একটি এসএমএস এ একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ে আবেদন করতে হবে এভাবেঃ RSC Dha 259663 101,107
এক্ষেত্রে প্রতিটি বিষয়ের এবং প্রতিটি পত্রের জন্যে ১২৫ টাকা করে চার্জ করা হবে।
ফিরতি এসএমএস এ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে
এর পর মাসেজ অপশন এ গিয়ে লিখবেন
RSC স্পেস YES স্পেস পিন নম্বর স্পেস আপনার সাথে
যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর নাম্বার)
উদাহরণঃ RSC YES 12345 01979XXXXXX
এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।

ব্যাস উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
আর এই প্রক্রিয়া সাধারণত পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরদিন থেকে এক সপ্তাহব্যাপী চলে ০৭-০৫-২০১৯ তারিখ থেকে ১৩-০৫-২০১৯ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। 

একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা জেনে নিন নিছের পোষ্ট গুলা থেকে

ধন্যবাদ

No comments

Powered by Blogger.